গুগল ড্রাইভে ভিডিও সম্পাদনার নতুন শর্টকাট সুবিধা চালু

ছবি: সংগৃহীত

ব্যক্তিগত ও অফিস–সংশ্লিষ্ট কাজে বর্তমানে গুগল ড্রাইভ ব্যবহারকারীর সংখ্যা ক্রমেই বাড়ছে। অনলাইনে নিরাপদে ফাইল সংরক্ষণ ও আদান–প্রদানের সুযোগ থাকায় অনেকেই তাঁদের গুরুত্বপূর্ণ তথ্য, ছবি কিংবা ভিডিও সেখানে জমা রাখেন। এবার ব্যবহারকারীদের জন্য ভিডিও–সংক্রান্ত কাজ আরও সহজ করতে নতুন এক সুবিধা যুক্ত করেছে গুগল।

গুগল জানিয়েছে, ড্রাইভে রাখা কোনো ভিডিওর প্রিভিউ দেখার সময়ই ওপরের ডান পাশে একটি ‘ওপেন’ বাটন দেখা যাবে। ওই বাটনে ক্লিক করলেই ভিডিও সরাসরি চালু হবে এবং ব্যবহারকারীরা চাইলে তাৎক্ষণিকভাবে ভিডিওতে সম্পাদনার কাজ করতে পারবেন। শুধু তাই নয়, এর সঙ্গে নতুন লেখা বা ব্যাকগ্রাউন্ড মিউজিক যোগ করার সুযোগও থাকবে।

নতুন এই শর্টকাট সুবিধাটি স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় থাকবে। তবে কোনো প্রতিষ্ঠানের ওয়ার্কস্পেস অ্যাডমিন চাইলে প্রয়োজনে তা বন্ধ করতে পারবেন। গুগল জানিয়েছে, এই সুবিধার কার্যক্রম ২১ আগস্ট থেকে শুরু হয়েছে, যদিও সবার জন্য পৌঁছাতে দুই সপ্তাহের বেশি সময় লাগতে পারে।

ভিডিও অভিজ্ঞতা উন্নত করার জন্য গুগল ইতিমধ্যেই নতুন ভিডিও প্লেয়ারসহ একাধিক ফিচার চালু করেছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ড্রাইভে নিয়মিত ভিডিও আপলোড ও সম্পাদনা করেন এমন ব্যবহারকারীদের জন্য এই নতুন শর্টকাট সুবিধাটি অত্যন্ত কার্যকর হবে।

Post a Comment

Previous Post Next Post