![]() |
ছবি: সংগৃহীত |
ভিয়েতনামের উপকূলে ধেয়ে আসছে শক্তিশালী ঝড় কাজিকি (Typhoon Kajiki)। ঝড়ের আঘাত থেকে মানুষকে নিরাপদে রাখতে ইতোমধ্যে ৫ লাখ ৮৬ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বর্তমানে ঝড়ের বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৬৬ কিলোমিটার, তবে সোমবার (২৫ আগস্ট) উপকূলে আঘাত হানার সময় এটি আরও শক্তি অর্জন করতে পারে।
ঝুঁকিপূর্ণ অঞ্চল
ভিয়েতনামের কেন্দ্রীয় প্রদেশ থান হোয়া, কোয়ান ত্রি, হিউ এবং ডা নাগের বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। ঝড়ের আশঙ্কায় ফ্লাইট চলাচল বাতিল এবং সব ধরনের নৌযানকে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
চীন ও তাইওয়ানে প্রভাব
ঝড়টি চীনের হাইনান দ্বীপ অতিক্রম করেছে। সেখানে ৩২০ মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিবিসির আবহাওয়ার খবরে বলা হয়েছে, কাজিকি তাইওয়ানে প্রবেশ করলে কিছুটা দুর্বল হবে। তবে তখনও বাতাসের গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার এবং ৩০০-৪০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এর ফলে উপকূলে ২-৪ মিটার উচ্চতার জলোচ্ছ্বাস সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রস্তুতি ও সতর্কতা
কর্তৃপক্ষ জানিয়েছে, সম্ভাব্য বন্যা মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হতে পারে। ঝড়ে পর্যটকবাহী জাহাজ, মাছ ধরার নৌকা এবং মৎস্য খাতের বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে জাতীয় বিমান সংস্থা ভিয়েতনাম এয়ারলাইন্স ঝড়ের কারণে রোববার ও সোমবারের ২২টি ফ্লাইট স্থগিত করেছে।
পূর্বের অভিজ্ঞতা
কর্তৃপক্ষ আশঙ্কা করছে, এই ঝড়টি গত বছরের সেপ্টেম্বরে আঘাত হানা ঝড় ইয়াগি-এর মতো ভয়াবহ হতে পারে। ওই ঝড়ে শত শত মানুষের প্রাণহানি হয়েছিল, শুধু ভিয়েতনামেই নিহত হয়েছিল অন্তত ৩০০ জন।
Tags:
International