গাজায় প্রথমবারের মতো দুর্ভিক্ষ ঘোষণা, পাঁচ লাখের বেশি মানুষ ঝুঁকিতে

ছবি: সংগৃহীত

“গত পাঁচ মাস ধরে আমরা কোনো আমিষ খাইনি। আমার ছোট ছেলের বয়স চার বছর। কিন্তু সে জানেই না ফলমূল কিংবা সবজি দেখতে বা খেতে কেমন।”—এমন হৃদয়বিদারক অভিজ্ঞতার কথা জানালেন গাজা শহরের বাসিন্দা ৪১ বছর বয়সী রীম তৌফিক খাদার।

জাতিসংঘ–সমর্থিত এক প্রতিবেদনে প্রথমবারের মতো গাজা উপত্যকার কিছু অঞ্চলে আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষের ঘোষণা এসেছে। দীর্ঘদিন ধরে চলা খাদ্য সংকটের ভয়াবহ চিত্র ফুটে উঠেছে এ প্রতিবেদনে। গাজার মানুষরা জানাচ্ছেন, ক্ষুধা কীভাবে তাদের দৈনন্দিন জীবনকে ধ্বংস করছে এবং শরীরকে ক্রমে দুর্বল করে দিচ্ছে।

জাতিসংঘের সংস্থা আইপিসি (Integrated Food Security Phase Classification) জানিয়েছে, গাজায় পাঁচ লাখের বেশি মানুষ এখন ক্ষুধা, চরম খাদ্য সংকট ও মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। সংস্থাটি আরও বলছে, মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েল ব্যাপক বাধা দিচ্ছে, যার কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে।

গাজার বাসিন্দাদের মতে, আন্তর্জাতিক মহল থেকে দুর্ভিক্ষের ঘোষণা আসতে অনেক দেরি হয়েছে। তবুও তারা আশা করছেন, এ ঘোষণা হয়তো সহায়তা পৌঁছানোর প্রক্রিয়াকে দ্রুত করবে এবং অন্তত শিশুদের জন্য ন্যূনতম খাবারের ব্যবস্থা সম্ভব হবে।

Post a Comment

Previous Post Next Post