![]() |
ছবি: সংগৃহীত |
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এখন যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, মৃত্যুজনিত বা অন্তর্ভুক্তি হওয়ার অযোগ্য ব্যক্তির নাম কর্তন, ভোটার স্থানান্তর এবং কোনো তথ্যগত ত্রুটি সংশোধনের জন্য আবেদন করা যাবে আগামী ২১ আগস্ট পর্যন্ত। এ জন্য ফরম-২, ফরম-১২, ফরম-১৩ ও ফরম-১৪-এর মাধ্যমে আবেদন করতে হবে।
ইসি সচিব আখতার আহমেদ জানান, ২১ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি গ্রহণ করে তা নিষ্পত্তি করা হবে এবং ৩১ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। এর আগে চলতি বছরের ২ মার্চ প্রকাশিত তালিকায় ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।
তিনি আরও বলেন, নতুন আইনের কারণে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যারা ১৮ বছর পূর্ণ করবেন, তারাও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার সুযোগ পাবেন—নবীন ভোটারদের এক বছর অপেক্ষা না করানোর জন্যই এই ব্যবস্থা।
এই বছর ইসি মোট তিনবার ভোটার তালিকা প্রকাশ করবে—প্রথমটি ২ মার্চ, দ্বিতীয়টি ৩১ আগস্ট এবং তৃতীয়টি ৩১ অক্টোবর।
রোববার সকাল থেকে সারাদেশের নির্ধারিত স্থানে খসড়া ভোটার তালিকা সাঁটিয়ে দেওয়া হয়েছে, যাতে কেউ নিজের তথ্য যাচাই করে প্রয়োজনীয় সংশোধন করতে পারেন। এসব আবেদন ২৪ আগস্টের মধ্যে নিষ্পত্তি হবে এবং চূড়ান্ত তালিকা ৩১ আগস্ট ঘোষণা করা হবে।