গাজার হাসপাতালে ইসরায়েলের হামলায় ২০ জন নিহত, পাঁচ সাংবাদিকসহ

ছবি: সংগৃহীত

গাজা নগরীর নিয়ন্ত্রণ নিতে ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। উপত্যকার বিভিন্ন স্থানে চলছে নির্বিচার বোমাবর্ষণ ও গোলাবর্ষণ। সোমবার দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় আল-নাসের হাসপাতালে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন পাঁচজন সাংবাদিকও।

গাজা সিভিল ডিফেন্স সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, হাসপাতালে হামলায় নিহত পাঁচ সাংবাদিক হলেন—রয়টার্সের হুসাম আল-মাসরি, আল-জাজিরার মোহাম্মদ সালামা, অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) ফ্রিল্যান্স সাংবাদিক মরিয়ম আবু দাগা, ফ্রিল্যান্স সাংবাদিক আহমেদ আবু আজিজ এবং ফিলিস্তিনি সাংবাদিক মোয়াজ আবু তাহা।

সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংস্থা ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস’ (সিপিজে) জানিয়েছে, গাজায় টানা ২২ মাসের বেশি সময় ধরে চলমান সংঘাতে প্রায় ২০০ সাংবাদিক নিহত হয়েছেন। তাঁদের প্রায় সবাই ফিলিস্তিনি।

ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে, আল-নাসের হাসপাতালে হামলা চালানো হয়েছে। তবে বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ দ্রুত এ হামলার তদন্তের নির্দেশ দিয়েছেন। ইসরায়েল দাবি করেছে, সংঘাতে জড়িত নয় এমন বেসামরিক লোকজন নিহত হওয়ায় তারা দুঃখিত।

আল-জাজিরা এক বিবৃতিতে বলেছে, সাংবাদিকদের হত্যা করে ইসরায়েল সত্যের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। রয়টার্সও তাদের সাংবাদিক হুসাম আল-মাসরির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েল আক্রমণের পর থেকে গাজায় নির্বিচার হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এখন পর্যন্ত ৬২ হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ১ লাখ ৫৮ হাজার মানুষ। এছাড়া হাজারো ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

একই সময়ে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নতুন করে সামরিক চাপ বাড়ানোর নির্দেশ দিয়েছেন, যা তাঁর কৌশলগত পরিবর্তনের অংশ বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।

Post a Comment

Previous Post Next Post