ইলন মাস্ক বনাম অ্যাপল-ওপেনএআই: যুক্তরাষ্ট্রে শুরু বড় মামলা

ছবি: সংগৃহীত

টেক দুনিয়ায় ফের উত্তেজনা ছড়িয়েছে। ইলন মাস্কের দুটি প্রতিষ্ঠান এক্স (X) এবং এক্সএআই (X-AI) যুক্তরাষ্ট্রে মামলা করেছে অ্যাপলওপেনএআই-এর বিরুদ্ধে।

মামলায় অভিযোগ করা হয়েছে, আইফোন নির্মাতা অ্যাপল ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই বেআইনিভাবে একচেটিয়া চুক্তি করেছে, যাতে প্রতিদ্বন্দ্বী এআই প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতায় টিকতে না পারে।

মামলার নথিতে বলা হয়েছে, অ্যাপল তাদের iOS অপারেটিং সিস্টেমে ওপেনএআই’র চ্যাটবট চ্যাটজিপিটিকে বিশেষ সুবিধা দিয়েছে। ফলে প্রতিদ্বন্দ্বী জেনারেটিভ এআই চ্যাটবটগুলোর জন্য বাজারে টিকে থাকা কঠিন হয়ে পড়ছে।

এর আগেই মাস্ক অভিযোগ তুলেছিলেন যে, অ্যাপল তাদের অ্যাপ স্টোরে ওপেনএআইকে অগ্রাধিকার দিচ্ছে। এবার মামলার মাধ্যমে তিনি সেই অভিযোগকে আনুষ্ঠানিক রূপ দিলেন।

অ্যাপল এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে ওপেনএআই জানিয়েছে, মাস্কের এই পদক্ষেপ তাঁর “চলমান হয়রানির অংশ”।

ইলন মাস্ক ও স্যাম অল্টম্যান একসময় ওপেনএআই প্রতিষ্ঠার অংশীদার ছিলেন। ২০১৫ সালে তারা একসঙ্গে এআই গবেষণা শুরু করলেও পরবর্তীতে তাদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। এরপর মাস্ক নিজস্ব এআই প্রতিষ্ঠান xAI গড়ে তোলেন এবং চালু করেন গ্রক (Grok) চ্যাটবট

মামলায় আরও বলা হয়েছে, অ্যাপল-ওপেনএআই চুক্তির ফলে চ্যাটজিপিটি অ্যাপ স্টোরে বাড়তি সুবিধা পেয়েছে, আর এর ফলে বাজারে প্রতিযোগিতা কমে গেছে। নতুন উদ্ভাবনও বাধাগ্রস্ত হচ্ছে।

মাস্কের প্রতিষ্ঠানের দাবি, বর্তমানে যুক্তরাষ্ট্রের জেনারেটিভ এআই চ্যাটবট বাজারের প্রায় ৮০% নিয়ন্ত্রণ করছে ওপেনএআই, আর স্মার্টফোন বাজারের ৬৫% দখলে রেখেছে অ্যাপল। ফলে এই জোট বাজারে একচেটিয়া প্রভাব বিস্তার করছে।

টেক বিশ্লেষকরা মনে করছেন, এই মামলা ভবিষ্যতে বড় ধরনের অ্যান্টিট্রাস্ট আইনি লড়াইয়ে রূপ নিতে পারে, যা যুক্তরাষ্ট্রের টেক ইন্ডাস্ট্রিতে বড় প্রভাব ফেলতে পারে।

Post a Comment

Previous Post Next Post