ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভাবনা নেই: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

রোববার (২৪ আগস্ট) মালয়েশিয়ায় এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স আয়োজিত ‘২০২৪-এর গণ অভ্যুত্থান বীরত্বগাথা ও বিপ্লব-পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। পরে প্রবাসী সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বেও তিনি একই বক্তব্য পুনর্ব্যক্ত করেন।

নাহিদ ইসলাম বলেন,

“জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা গণপরিষদ নির্বাচনে অংশ নিতে চাই। এর বাইরে কোনো নির্বাচন হবে না। আমার কাছেও মনে হচ্ছে না, ফেব্রুয়ারিতে নির্বাচন বাস্তবিকভাবে সম্ভব।”

তিনি আরও জানান, নির্বাচনের তারিখ নিয়ে এনসিপি কখনো পক্ষ-বিপক্ষ করেনি। বরং তাদের দাবি হলো—সংস্কার ও বিচারের নিশ্চয়তা নিশ্চিত করতে হবে। এমনকি ডিসেম্বরেও যদি নির্বাচন হয়, তাতেও তাদের আপত্তি নেই।

বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন,

“নির্বাচন পেছানো বা আসন সমঝোতার কথা কেবলই গালগল্প। এগুলো মিথ্যা প্রোপাগান্ডা।”

তার মতে, নির্বাচনে অংশগ্রহণ বা সফলতার চেয়ে গুরুত্বপূর্ণ হলো সংস্কার। তিনি বলেন,

“গণ অভ্যুত্থানের পর দেশের মানুষের কাছে বলতে চাই—এই পরিবর্তনটা আমরা এনেছি। তাই আমাদের প্রধান এজেন্ডা সংস্কার, এরপরই নির্বাচন নিয়ে ভাববো।”

Post a Comment

Previous Post Next Post