রাজধানীসহ ছয় অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, ১ নম্বর সতর্ক সংকেত

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা ও আশপাশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে আজ মঙ্গলবার দুপুরের মধ্যে ঝড়বৃষ্টি বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় এসব অঞ্চলে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৭টায় আবহাওয়া অধিদপ্তরের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়,
ঢাকা, নোয়াখালী, কুমিল্লা, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে এই ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এছাড়া এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সারাদিনই বৃষ্টির পূর্বাভাস

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কিছু কিছু এলাকায় মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়াবিদদের পরামর্শ

আবহাওয়াবিদদের মতে, চলতি মৌসুমে বঙ্গোপসাগর ও পার্শ্ববর্তী অঞ্চলে ঘনঘটা বাড়ায় হঠাৎ ঝড়-বৃষ্টির প্রবণতা বেড়েছে। তাই নদীপথে চলাচলকারী নৌযান, বিশেষ করে ছোট ট্রলার ও স্পিডবোটকে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

Post a Comment

Previous Post Next Post