![]() |
ছবি: রয়টার্স |
লিগস কাপে ক্লাব নেকাক্সার বিপক্ষে রোমাঞ্চকর টাইব্রেকারে জয় পেয়েছে ইন্টার মায়ামি। তবে এই জয়ের আনন্দ ম্লান করে দিয়েছে দলের প্রাণভোমরা লিওনেল মেসির চোট। ম্যাচের মাত্র ১০ মিনিট খেলেই মাঠ ছাড়তে হয় আর্জেন্টাইন মহাতারকাকে।
ম্যাচের শুরুতেই প্রতিপক্ষের দুই খেলোয়াড়—রাউল সানচেস ও আলেক্সি পেনিয়ার চ্যালেঞ্জে পড়ে যান মেসি। উঠে দাঁড়িয়ে খেলার চেষ্টা করলেও মিনিট দুয়েক পরই অস্বস্তির ছাপ নিয়ে মাঠ ছাড়েন তিনি। ধারণা করা হচ্ছে, হ্যামস্ট্রিং সমস্যায় ভুগছেন এই রেকর্ড আটবারের ব্যালন দ’র জয়ী ফুটবলার।
মেসির চোট নিয়ে ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো বলেন,
“হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করছিল লিও। আগামীকাল পরীক্ষা-নিরীক্ষার পর বোঝা যাবে সমস্যাটা কতটা গুরুতর। ব্যথা খুব একটা নেই, তবে অস্বস্তি আছে। আশা করি বড় কিছু নয়।”
এদিকে তার সাবেক বার্সেলোনা সতীর্থ জর্দি আলবা জানান,
“বিশ্বের সেরা খেলোয়াড়ের এমন চোটে আমরা সবাই খুব কষ্ট পেয়েছি। সে দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। আশা করছি, গুরুতর কিছু নয়।”
৩৮ বছর বয়সী মেসি চলতি বছর মায়ামির হয়ে সব মিলিয়ে ৩০টি ম্যাচ খেলেছেন এবং টানা ১৬ ম্যাচে পুরো সময় মাঠে ছিলেন। মেজর লিগ সকারে করেছেন ১৮ গোল, যা তাকে যৌথভাবে গোলদাতার তালিকায় শীর্ষে রেখেছে।
চলতি লিগস কাপের প্রথম ম্যাচে গোল না পেলেও মেসির সহায়তায় এসেছে দুটি গোল। দুর্দান্ত ফর্মে থাকা এই তারকার আকস্মিক চোটে ইন্টার মায়ামি যেমন চাপে পড়েছে, তেমনি হতাশ মেসিভক্তরাও।
২০২৩ সালে লিগস কাপ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন মেসি। তবে চলতি আসরে তার আর খেলা হবে কি না, সেটাই এখন বড় প্রশ্ন।