![]() |
ছবি: এপি |
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সম্প্রতি আমেরিকা সফরে গিয়ে অর্ধেক বিশ্বকে নিয়ে ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, পাকিস্তান একটি পরমাণু শক্তিধর দেশ এবং যদি তারা ধ্বংসের পথে এগোতে থাকে, তাহলে বিশ্বের অর্ধেক দেশ তার সঙ্গে ধ্বংসের মুখে পড়বে। মুনিরের এই বক্তব্য আসার পর তা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
মুনির আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, ভারতের বাঁধ নির্মাণের প্রতিক্রিয়ায় পাকিস্তান ১০টি ক্ষেপণাস্ত্র দিয়ে সেই বাঁধ ধ্বংস করতে পারে। তিনি আরও বলেছেন, সিন্ধু নদ ভারতের পৈতৃক সম্পত্তি নয় এবং পাকিস্তানের ক্ষেপণাস্ত্রের কোনো অভাব নেই।
এছাড়া মুনির ভারতকে তুলনা করেছেন ঝাঁ চকচকে মার্সেডিজ় গাড়ির সঙ্গে, যেখানে পাকিস্তান নুড়ি ভর্তি ট্রাক। তিনি প্রশ্ন তুলেছেন, ‘গাড়িটিকে যদি ট্রাক ধাক্কা দেয়, পরাজয় কার হবে?’
সেনাপ্রধানের এই কঠোর ভাষার মধ্যেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়েছেন, সীমান্ত সন্ত্রাস বন্ধ না হলে ভারতের সিন্ধু জলচুক্তির অবস্থান অপরিবর্তিত থাকবে। পাকিস্তান ও ভারতের মধ্যে জল বিষয়ক বিতর্ক এখনো উত্তপ্ত এবং এর প্রভাব পরবর্তী সময়েও বহুমাত্রিক হতে পারে।
Tags:
International