![]() |
ছবি: সংগৃহীত |
শূন্য রিটার্ন দাখিল আইনত দণ্ডনীয় অপরাধ বলে সতর্ক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রবিবার (১০ আগস্ট) এ বিষয়ে একটি নির্দেশনা জারি করে সংস্থাটি জানায়, আয়কর আইন ২০২৩-এ ‘জিরো রিটার্ন’ নামে কোনো বিধান নেই। করদাতাকে প্রকৃত আয়-ব্যয়, সম্পদ ও দায় রিটার্নে উল্লেখ করতে হবে।
নির্দেশনায় বলা হয়েছে, রিটার্নে মিথ্যা তথ্য দিলে আয়কর আইনে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে। করযোগ্য আয় না থাকলে কর দিতে হবে না, তবে ফরমে সব তথ্য সঠিকভাবে দিতে হবে।
শনিবার (৯ আগস্ট) আইসিএমএবির এক অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, "জিরো রিটার্ন কনসেপ্ট এক্সট্রিমলি ডেঞ্জারাস। করদাতার ঘোষণার সব কিছুই তার দায়বদ্ধ বক্তব্য। মিথ্যা তথ্য দিলে জেল হতে পারে।"
এনবিআরের এই পদক্ষেপে রাজস্ব আদায়ের স্বচ্ছতা ও সঠিক করসংগ্রহ নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।
Tags:
National