দিল্লিতে বিক্ষোভে রাহুল-প্রিয়াঙ্কা আটক, বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশন প্রভাবিত করার অভিযোগ

ছবি: এনডিটিভি

ভারতের রাজধানী নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বিক্ষোভ করতে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা, শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) নেতা সঞ্জয় রাউতসহ বিরোধী দলের বেশ কয়েকজন সংসদ সদস্যকে আটক করেছে পুলিশ।

সোমবার (১১ আগস্ট) সকালে সংসদ ভবনের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, শাসকদল বিজেপির সঙ্গে নির্বাচন কমিশনের আঁতাতের অভিযোগ তুলে বিরোধীরা সংসদ ভবনের সামনে থেকে মধ্য দিল্লির রাস্তায় বিক্ষোভ শুরু করে। পরে আইনশৃঙ্খলা বজায় রাখা ও যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে নেয়।

তবে বিরোধীরা অভিযোগ করেছেন, সরকার শান্তিপূর্ণ আন্দোলন দমন করছে এবং নির্বাচন কমিশনকে প্রভাবিত করছে।

প্রতিবাদস্থলের ভিডিও ও ছবিতে দেখা যায়, বিপুল সংখ্যক রাজনৈতিক নেতা ও কর্মী রাস্তায় বসে স্লোগান দিচ্ছেন, ব্যানার ও পতাকা হাতে নাড়া দিচ্ছেন। অনেককে পুলিশের ব্যারিকেডের সামনে ধাক্কাধাক্কি এবং নিরাপত্তাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতে দেখা গেছে।

কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট এদিন সকালে নির্বাচন কমিশনের দপ্তরে মিছিল করার পরিকল্পনা করেছিল। তবে পুলিশ আগেই সংসদ ভবনের চারপাশের রাস্তা বন্ধ করে ব্যারিকেড বসায় এবং বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করে। এর ফলে সংসদের উভয় কক্ষই দুপুর ২টা পর্যন্ত মুলতবি করা হয়।

বিরোধীরা অভিযোগ করেছে, বিজেপি ও নির্বাচন কমিশন ভোটার তালিকা জালিয়াতি ও প্রভাবিত করে নির্বাচনে কারচুপির চেষ্টা করছে। এ অভিযোগ প্রথম জোরালো হয় গত বছরের মহারাষ্ট্র নির্বাচনের পর। কংগ্রেস, শিবসেনা ও এনসিপি বলছে, মহারাষ্ট্রে কেন্দ্রীয় নির্বাচনের মাত্র ছয় মাসের মধ্যে অস্বাভাবিক সংখ্যক নতুন ভোটার যুক্ত হয়েছে। কর্নাটকের লোকসভা নির্বাচনে নিয়েও একই অভিযোগ ওঠে।

Post a Comment

Previous Post Next Post