জন্মাষ্টমী শোভাযাত্রা: বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ঢাকার বেশকিছু সড়ক এড়িয়ে চলার নির্দেশ

ছবি: সংগৃহীত

আজ শনিবার (১৬ আগস্ট) রাজধানী ঢাকায় পালিত হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মদিন (জন্মাষ্টমী)। এ উপলক্ষে ঢাকায় ঐতিহ্যবাহী শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

শোভাযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নগরবাসীকে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বেশকিছু সড়ক এড়িয়ে চলতে অনুরোধ জানিয়েছে। এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি স্বাক্ষর করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী

🚩 শোভাযাত্রার রুট

শোভাযাত্রা অনুষ্ঠিত হবে নিম্নোক্ত রুটে—

শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির ⇔ পলাশী বাজার ⇔ জগন্নাথ হল ⇔ কেন্দ্রীয় শহীদ মিনার ⇔ দোয়েল চত্বর ⇔ হাইকোর্ট ⇔ বঙ্গবাজার ⇔ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভবন ⇔ গোলাপশাহ মাজার ⇔ গুলিস্থান মোড় ⇔ নবাবপুর রোড ⇔ রায় সাহেব বাজার মোড় ⇔ বাহাদুর শাহ পার্ক।

📋 ডিএমপির নির্দেশনা

ডিএমপির পক্ষ থেকে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের ও নগরবাসীর উদ্দেশে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে—

  • শোভাযাত্রার রুটে যানবাহন পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ
  • উচ্চস্বরে সাউন্ড সিস্টেম বাজানো যাবে না
  • অংশগ্রহণেচ্ছুদের শুরুর স্থান থেকেই যোগ দিতে হবে, মাঝপথে যোগ দেওয়া যাবে না।
  • হ্যান্ডব্যাগ, বড় ভ্যানিটি ব্যাগ, দাহ্য পদার্থ, অস্ত্র, দিয়াশলাই, লাইটার ইত্যাদি বহন নিষিদ্ধ
  • শোভাযাত্রার সময় রাস্তায় ফলমূল ছোড়া যাবে না
  • অহেতুক দাঁড়িয়ে থেকে যানজট বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না
  • সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখা গেলে তাৎক্ষণিক নিকটস্থ পুলিশকে জানাতে হবে
  • শোভাযাত্রায় অংশ নেওয়া সবার জন্য স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে চলা বাধ্যতামূলক
  • ব্যারিকেড, পিকেট ও আর্চওয়ে ব্যবস্থাপনায় নিয়োজিত পুলিশকে সহযোগিতা করতে হবে।

🚦 বিকল্প সড়ক ব্যবহারের আহ্বান

ডিএমপি জানিয়েছে, শোভাযাত্রার সময় নগরবাসীকে অনুরোধ করা হচ্ছে পুলিশের নির্দেশিত বিকল্প সড়ক ব্যবহার করতে।

পুলিশ আশা করছে, জন্মাষ্টমী শোভাযাত্রা যেন যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যউৎসবমুখর পরিবেশে উদযাপিত হয় এবং এর জন্য নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

Post a Comment

Previous Post Next Post