![]() |
ছবি: সংগৃহীত |
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় শনিবার (১৬ আগস্ট) আংশিক মেঘলা আকাশ বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
শনিবার দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় রাজধানীতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দিনের তাপমাত্রা আগের মতোই অপরিবর্তিত থাকতে পারে।
🌦️ তাপমাত্রা ও আর্দ্রতা
- আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস।
- বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬ শতাংশ।
- গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ৫ মিলিমিটার।
☁️ সার্বিক পূর্বাভাস
আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদিনে আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা আকাশ বিরাজ করতে পারে। হালকা বৃষ্টি থাকলেও দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।
এর ফলে রাজধানীবাসীকে ভ্যাপসা গরম ও আর্দ্রতার কারণে অস্বস্তি বয়ে বেড়াতে হতে পারে। তবে বিকেলের দিকে সামান্য বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে।
Tags:
National