সিলেটে অবৈধ পাথর লুট: অজ্ঞাত ১,৫০০ জনের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জের সাদা পাথর ও গোয়াইনঘাটের জাফলং পর্যটনকেন্দ্র থেকে অবৈধভাবে পাথর লুটের ঘটনায় অজ্ঞাতপরিচয় ১ হাজার ৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

মামলাটি করেছেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবীব। শুক্রবার (১৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত বছরের ৫ আগস্ট থেকে পরবর্তী সময়ে কিছু দুষ্কৃতকারী গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে কোটি কোটি টাকার পাথর অবৈধভাবে লুট করে। এ নিয়ে জাতীয় গণমাধ্যমে একাধিক প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। তবে এ ঘটনায় জড়িতদের সুনির্দিষ্ট পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

সম্প্রতি পাথর লুটের ঘটনা সামনে আসার পর সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে হাইকোর্ট নির্দেশ দেন—

  • লুট হওয়া পাথর উদ্ধার করে যথাস্থানে প্রতিস্থাপন করতে হবে।
  • এ ঘটনায় জড়িতদের তালিকা আদালতে দাখিল করতে হবে।

আদালতের নির্দেশনার পর সিলেটসহ সারাদেশে র‌্যাব, পুলিশ ও যৌথ বাহিনী সাঁড়াশি অভিযান শুরু করে।

  • গত তিন দিনে জাফলং ও সাদা পাথর থেকে ১ লাখ ৯ হাজার ঘনফুট পাথর উদ্ধার হয়েছে।
  • শুধু নারায়ণগঞ্জ থেকে বৃহস্পতিবার রাতে ৪০ হাজার মেট্রিক টন পাথর উদ্ধার করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসন জানিয়েছে, উদ্ধারকৃত পাথর নদীতে ফেরত দেওয়ার কাজ চলছে, যাতে প্রাকৃতিক প্রবাহ ও পরিবেশ পুনরুদ্ধার হয়।

Post a Comment

Previous Post Next Post