লিগস কাপে লিওনেল মেসির দেহরক্ষী ইয়াসিন চুয়েকোর নিষেধাজ্ঞা

ছবি সংগৃহীত

মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির নিষেধাজ্ঞার রেশ কাটতেই এবার নতুন সংকটে পড়েছেন আর্জেন্টাইন তারকার দেহরক্ষী ইয়াসিন চুয়েকো। ডেইলি মেইলের প্রতিবেদনে জানা গেছে, লিগস কাপে ইন্টার মায়ামি ও ক্লাব অ্যাটলাসের ম্যাচ শেষে অননুমোদিত জায়গায় প্রবেশ করে অনুপযুক্ত আচরণের অভিযোগে তাকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।

৩০ জুলাই ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের কথোপকথনের মাঝে বাধা হয়ে দাঁড়ানোর অভিযোগ ওঠে ইয়াসিনের বিরুদ্ধে। এই ঘটনার কারণে অ্যাটলাসের এক খেলোয়াড় সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেন। এরপর লিগস কাপের ডিসিপ্লিনারি কমিটি বিষয়টি তদন্ত করে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয়।

কমিটির বিবৃতিতে বলা হয়, ‘অনুমতি ছাড়া সংরক্ষিত এলাকায় প্রবেশ করে অনুপযুক্ত আচরণ করার জন্য মায়ামির এক প্রতিনিধি (ইয়াসিন চুয়েকো) এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

Post a Comment

Previous Post Next Post