![]() |
ছবি সংগৃহীত |
আগামী ৯ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। কিন্তু টুর্নামেন্টের অন্যতম প্রধান আকর্ষণ ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে সম্প্রচার সংক্রান্ত দ্বন্দ্বের কারণে।
এই আসরের সম্প্রচার অধিকার পেয়েছে সোনি স্পোর্টস নেটওয়ার্ক। চুক্তি অনুসারে ২০৩১ সাল পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে ১৪৮০ কোটি টাকা প্রদান করতে হবে সোনি নেটওয়ার্ককে। কিন্তু পাকিস্তানের জন্য এশিয়া কাপ সম্প্রচারের ক্ষেত্রে তারা ৩৭০ কোটি টাকা দাবি করেছে, যা মোট চুক্তির প্রায় এক-চতুর্থাংশ।
পাকিস্তানের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এত বড় আর্থিক চাপ পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষে সামলানো কঠিন হয়ে পড়েছে। তাই পাকিস্তানের সব সম্প্রচারকারী চ্যানেলকে একত্রিত হয়ে সম্মিলিতভাবে এশিয়া কাপ সম্প্রচার করার প্রস্তাব এসেছে।
পিসিবি’র এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, “ভারতীয় সম্প্রচারকারী সংস্থার এই আচরণ দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ককে আরও অবনতি করার ঝুঁকি তৈরি করছে।” তবে এখনো বিসিসিআই বা এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ এবং চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। যেখানে ভারত-পাকিস্তানের মুখোমুখি হওয়ার দিন নির্ধারিত হয়েছে ১৪ সেপ্টেম্বর। কিন্তু সম্প্রচার নিয়ে চলমান এই বিবাদ টুর্নামেন্টকে অনিশ্চয়তার মধ্যে ফেলেছে।