যশোরে ব্যবসায়ীকে বালুতে পুঁতে ৪ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ

ছবি সংগৃহীত

যশোরের অভয়নগরে এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং বালুতে পুঁতে রেখে মোট চার কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ব্যবসায়ী শাহনেওয়াজ কবীর টিপুর স্ত্রী মোছা. আসমা খাতুন এ ঘটনায় অভয়নগর থানায় অভিযোগ দিতে গেলে তা গ্রহণ করা হয়নি বলে দাবি করেন। পরে তিনি গত বৃহস্পতিবার (৩১ জুলাই) অভয়নগর আর্মি ক্যাম্পে লিখিত অভিযোগ জমা দেন।

ভুক্তভোগী শাহনেওয়াজ কবীর টিপু নওয়াপাড়ার ‘জাফ্রিদী এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী। অভিযুক্তদের মধ্যে রয়েছেন নওয়াপাড়া পৌর বিএনপির (পদ স্থগিত) সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমান ও সৈকত হোসেন হিরা।

💰 প্রথম দফায় দুই কোটি টাকা আদায়

অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর টিপুকে সুকৌশলে আসাদুজ্জামান জনির অফিসে ডেকে নেন সৈকত হোসেন হিরা। সেখানে তাঁকে মারধর করা হয় এবং অস্ত্রের মুখে জিম্মি করে ২ কোটি টাকা দাবি করা হয়। বাধ্য হয়ে টিপুর স্ত্রী সাউথ বাংলা ব্যাংক থেকে জনির প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে RTGS এর মাধ্যমে টাকা পাঠান। টাকা পাওয়ার পর তাঁকে মুক্তি দেওয়া হয়।

⛏️ বালুতে পুঁতে রেখে আরও দুই কোটি টাকা দাবি

এরপর ১৮ সেপ্টেম্বর সকালে বাজারে যাওয়ার পথে আবারও অপহরণ হন টিপু। তাঁকে কণা ইকোপার্কে নিয়ে যাওয়া হয়, যেখানে অস্ত্রের মুখে মারধরের পাশাপাশি বুক পর্যন্ত গর্ত খুঁড়ে বালুতে পুঁতে রাখা হয়। তখন আরও দুই কোটি টাকা দাবি করা হয়।

পরিস্থিতির চাপে পড়ে টিপু তাঁর ম্যানেজারকে ফোন করে টাকা পাঠাতে বলেন। পরে ম্যানেজার প্রেসক্লাব সম্পাদক মফিজুর রহমানের অ্যাকাউন্টে ৬৮ লাখ টাকা পূবালী ব্যাংক এবং ৩২ লাখ টাকা সাউথ বাংলা ব্যাংকের মাধ্যমে RTGS করে দেন।

ভুক্তভোগীর স্ত্রী অভিযোগ করেছেন, থানায় অভিযোগ করতে গেলে তা গ্রহণ করা হয়নি। ফলে তিনি বাধ্য হয়ে বিষয়টি আর্মি ক্যাম্পে অবহিত করেন।

Post a Comment

Previous Post Next Post