![]() |
ছবি সংগৃহীত |
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, মেসির এই তিনদিনের সফর চলবে ১৩ থেকে ১৫ ডিসেম্বর। সফরের মূল আকর্ষণ ১৪ ডিসেম্বর মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশেষ ক্রিকেট ম্যাচ, যেখানে মেসির প্রতিপক্ষ হিসেবে থাকবেন বিরাট কোহলি, ধোনি, শচীন টেন্ডুলকার ও রোহিত শর্মার মতো ভারতীয় ক্রিকেট মহারথীরা।
মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, “১৪ ডিসেম্বর মেসি ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন এবং সাবেক ও বর্তমান ক্রিকেটারদের সঙ্গে একটি ক্রিকেট ম্যাচ খেলবেন। সবকিছু চূড়ান্ত হলে আয়োজকরা বিস্তারিত সময়সূচী প্রকাশ করবেন।”
এই ম্যাচটি ৭-এ সাইড ফরম্যাটে অনুষ্ঠিত হতে পারে, যেখানে ফুটবলের ‘গোট’ মেসি ভারতীয় ক্রিকেট তারকাদের সঙ্গে মাঠে নামবেন।
সফরের আরেক গুরুত্বপূর্ণ অংশ হবে কলকাতা, যেখানে মেসিকে সংবর্ধনা দেয়া হবে ইডেন গার্ডেন্সে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাকে সংবর্ধনা দিবেন। পাশাপাশি মেসি কলকাতায় শিশুদের জন্য ফুটবল কর্মশালা পরিচালনা করবেন এবং একটি ফুটবল ক্লিনিক উদ্বোধন করবেন। তার নামে আয়োজিত হবে ৭-এ সাইড ফুটবল টুর্নামেন্ট, যার নাম “গোট কাপ”।
এটি মেসির দ্বিতীয় ভারত সফর। প্রথমবার তিনি এসেছিলেন ১৪ বছর আগে, ২০১১ সালে কলকাতায় আর্জেন্টিনার হয়ে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে।