![]() |
ছবি সংগৃহীত |
যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সিদ্ধান্ত ও কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে ব্রাজিলীয় সিনেটরদের সীমিত মেয়াদের ভিসা দেয়ার ঘটনা বিশ্বকাপের সময় ব্রাজিলীয় সমর্থকদের ভিসা পাওয়ার পথে বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে। এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বকাপ চলাকালীন ব্রাজিলীয় নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি রাখার সম্ভাবনাও রয়েছে। ফলে নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগোদের খেলাকে গ্যালারি থেকে নয়, টিভি স্ক্রিনের মধ্য দিয়ে উপভোগ করতে হতে পারে ব্রাজিলের প্রাণবন্ত ভক্তদের।
ব্রাজিলের ফুটবল ইতিহাসে বিশ্বকাপে সর্বদা শীর্ষস্থানীয় হিসেবে রয়েছে তাদের স্থান। যদিও ২০১৯ সালের কোপা আমেরিকার পর বড় কোনো ট্রফি জিততে পারেনি তারা, তবুও তারকাসমৃদ্ধ এই দল নিয়ে ব্রাজিলীয়রা আশাবাদী। ভৌগোলিক নৈকট্যের কারণে যুক্তরাষ্ট্রে বিপুল সংখ্যক ব্রাজিলীয় সমর্থকের উপস্থিতির সম্ভাবনা থাকলেও ভিসা জটিলতার কারণে তা ব্যাহত হতে পারে।
ফিফা এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি, তবে ফুটবল মহলে উদ্বেগ দেখা দিয়েছে। এর আগেও ট্রাম্প প্রশাসন ইরানিদের ওপর একই রকম নিষেধাজ্ঞা জারি করেছিল। তবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে আসা খেলোয়াড় ও কোচদের ওপর নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না বলে ধারণা করা হচ্ছে।
বিশ্বকাপে ব্রাজিলীয় সমর্থকদের খেলা মাঠে উপভোগ করার স্বপ্ন এই বাধায় আটকে যেতে পারে, যা দলের জন্য হতাশাজনকও বটে।