![]() |
ছবি : সংগৃহীত |
রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে এক চীনা নাগরিকের আর্তনাদ ও কান্নাকাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অভিযোগ উঠেছে, ট্রেনের ছাদে ভিডিও ধারণ করার সময় তার মোবাইল ফোন ছিনতাই হয়েছে।
ভিডিওতে দেখা যায়, বিদেশি ওই ব্যক্তি স্টেশনের প্ল্যাটফর্মে হাঁটু গেড়ে বসে ট্রেনের ছাদে থাকা কিছু মানুষের উদ্দেশে কিছু বলছেন। এ সময় তার চারপাশে অনেক মানুষ জড়ো হয়।
এ ঘটনায় নেটিজেনরা সমালোচনামূলক মন্তব্য করেছেন এবং দ্রুত মোবাইল উদ্ধারে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, ঘটনাটি শনিবার (৯ আগস্ট) ঘটেছে। তবে ভুক্তভোগী পুলিশে কোনো অভিযোগ দেননি।
তিনি বলেন, “ওই চীনা নাগরিক ব্লগের কাজে প্রায়ই ট্রেনের ছাদে চলাচল করতেন। সতর্ক করা হলেও তিনি এ কাজ করতেন। শনিবার দৃশ্য ধারণের সময় মোবাইল ফোন ছিনতাই হয়। আমরা সিসিটিভি ফুটেজ দেখে চোর শনাক্তের চেষ্টা করছি।”
পুলিশের দাবি, অভিযোগ না করায় ওই বিদেশির সঙ্গে যোগাযোগ করা কঠিন হয়ে পড়েছে। অভিযোগ পেলে তদন্ত ও উদ্ধার কাজ সহজ হতো বলেও জানান ওসি।
বাংলাদেশে ট্রেনের ছাদে যাতায়াত আইনত দণ্ডনীয় ও ঝুঁকিপূর্ণ। তবুও অনেকে ভিডিও বা ব্লগ কনটেন্ট তৈরির জন্য এভাবে ভ্রমণ করে থাকেন, যা নিরাপত্তা ঝুঁকি বাড়ায়।
Tags:
National