বরগুনায় মাইকিং করে ইলিশ বিক্রি, প্রতি কেজি ৫০০ টাকা

ছবি : সংগৃহীত

বরগুনা পৌর শহরের মাছ বাজারে মাইকিং করে বিক্রি হচ্ছে ইলিশ মাছ। ছোট সাইজের প্রতি কেজি ইলিশের দাম রাখা হয়েছে মাত্র ৫০০ টাকা, যা কয়েকদিন আগেও বিক্রি হয়েছিল ১,০০০ থেকে ১,২০০ টাকা দরে। দাম কমার খবর মাইকিংয়ে শোনার পর থেকেই ক্রেতারা ভিড় জমাচ্ছেন বাজারে। গভীর রাত পর্যন্ত চলবে এই ইলিশ কেনাবেচা।

শনিবার (৯ আগস্ট) বিকেলের দিকে বরগুনা পৌর মাছ বাজারে এমন চিত্র দেখা যায়। শহরের বিভিন্ন জায়গায় বিক্রেতারা মাইক হাতে দৃষ্টি আকর্ষণ করছেন, আর ক্রেতারা খুশিতে কিনছেন কম দামের ইলিশ।

মেহেদী হাসান নামে এক ক্রেতা বলেন, "অনেকদিন ইলিশ কিনতে পারিনি, দাম নাগালের বাইরে ছিল। আজ ৫০০ টাকা কেজিতে বিক্রি হতে দেখে ৩ কেজি কিনে নিলাম।" আরেক ক্রেতা মতিয়ার রহমান জানান, "দাম এত কম শুনে সাহস পেয়েছি কেনার জন্য।"

বিক্রেতা সহিদুল ইসলাম জানান, পটুয়াখালীর কুয়াকাটা ও মহিপুর থেকে মাছ এনে বরগুনায় বিক্রি করছেন। সেখানে দাম তুলনামূলক কম থাকায় এখানেও কম দামে বিক্রি করা সম্ভব হচ্ছে। বাজারের মৎস্য ব্যবসায়ী জাহাঙ্গীর বলেন, অনেক দিন আবহাওয়া খারাপ থাকায় মাছ ছিল না, এখন সরবরাহ বাড়তে শুরু করেছে।

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মহসিন জানান, অবরোধ শেষে আবহাওয়া অনুকূলে না থাকায় জেলেরা সাগরে যেতে পারেননি। গত দুই দিনে মাছ ধরা শুরু হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে, আর দামও কিছুটা কমেছে।

Post a Comment

Previous Post Next Post