শাহবাগ-শহীদ মিনার ঘিরে তিন সংগঠনের কর্মসূচি: যান চলাচলে ডিএমপির নিষেধাজ্ঞা

ছবি সংগৃহীত

রাজধানী ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র পূর্বঘোষিত কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ রোববার (৩ আগস্ট)। এসব কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শহরের বিভিন্ন এলাকায় ডাইভারশন ও যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, শাহবাগ মোড়ে 'ছাত্র সমাবেশ' করবে ছাত্রদল। কেন্দ্রীয় শহীদ মিনারে 'জুলাই ঘোষণাপত্র ও সনদের' দাবিতে সমাবেশ করবে এনসিপি এবং সোহরাওয়ার্দী উদ্যানে 'জুলাই জাগরণ' আয়োজন করবে সাইমুম শিল্পীগোষ্ঠী।

সমাবেশগুলো ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সমাবেশস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

ডিএমপি জানিয়েছে, সভা-সমাবেশ উপলক্ষে রোববার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটবে। তাই নাগরিকদের ডাইভারশন মেনে বিকল্প পথে চলাচলের অনুরোধ করা হয়েছে।

ডাইভারশন নির্দেশনা:

  • হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়: উত্তর দিক থেকে আগত যানবাহনগুলো শাহবাগের দিকে না গিয়ে হেয়ার রোড বা মিন্টু রোড দিয়ে যাবে।
  • কাটাবন মোড়: পশ্চিম দিক থেকে আগত যানবাহন শাহবাগের দিকে না গিয়ে নীলক্ষেত/পলাশী অথবা সোনারগাঁও রোড দিয়ে চলাচল করবে।
  • মৎস্য ভবন মোড়: হাইকোর্ট বা কদম ফোয়ারা ক্রসিং থেকে আসা যানবাহন হেয়ার রোড হয়ে যাবে।
  • কাকরাইল মসজিদ ক্রসিং: উত্তর দিক থেকে আসা যানবাহন শাহবাগ না গিয়ে হাইকোর্ট হয়ে গুলিস্তান বা বিশ্ববিদ্যালয় এলাকায় যাবে।
  • টিএসসি/রাজু ভাস্কর্য মোড়: দোয়েল চত্বর বা নীলক্ষেত থেকে আসা যানবাহন শাহবাগ না গিয়ে বিকল্প রুট গ্রহণ করবে।

ছাত্রদলের সমাবেশ ও অবস্থান পরিবর্তন:

ছাত্রদল শুরুতে শহীদ মিনারে সমাবেশের ঘোষণা দিলেও পরে এনসিপির অনুরোধে স্থান পরিবর্তন করে শাহবাগে সমাবেশ করার সিদ্ধান্ত নেয়। তারা জানায়, বৃহত্তর ফ্যাসিবাদবিরোধী ঐক্যের স্বার্থে এবং উদার গণতান্ত্রিক চেতনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, “আমরা ঢাবি প্রক্টর অফিস থেকে অনুমতিও নিয়েছিলাম। তবুও, জনদুর্ভোগের কথা বিবেচনায় ও উদারতা দেখিয়ে আমরা শহীদ মিনারের জায়গা ছেড়ে দেই। এর জন্য আমরা নগরবাসীর কাছে অগ্রিম দুঃখ প্রকাশ করছি।”

নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এনসিপি:

একই দিন বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত এনসিপি শহীদ মিনারে সমাবেশ করে ‘নতুন বাংলাদেশের’ ইশতেহার ঘোষণা করবে। তাদের অফিসিয়াল পেজ থেকে জানানো হয়েছে, "ইতিহাসের এই সন্ধিক্ষণে দেখা হচ্ছে আপনাদের সাথে।"

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “নরসিংদীতে পথসভায় আমরা ঘোষণা দিয়েছিলাম, ৩ আগস্ট শহীদ মিনারে নতুন বাংলাদেশের ঘোষণা দেব।”

Post a Comment

Previous Post Next Post