![]() |
ছবি: সংগৃহীত |
দুপুরের মধ্যে সমাবেশের বিস্তৃতি হাইকোর্ট মোড় থেকে পল্টন মোড় পর্যন্ত ছড়িয়ে পড়ে। এ কারণে মৎস্য ভবন, শাহবাগ, পল্টন, কাকরাইল ও মগবাজারসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে দীর্ঘ যানজট দেখা দেয়। ফলে অনেক যাত্রীকে নিরুপায় হয়ে হেঁটে গন্তব্যে যেতে হয়।
যানজটে আটকে থাকা যাত্রীদের মধ্যে ব্যবসায়ী আনোয়ার হোসাইন কাঁটাবন থেকে গুলিস্তান যাওয়ার পথে বাস ছেড়ে হেঁটে রওনা দেন। একইভাবে মৎস্য ভবনে আটকে পড়া যাত্রী কাউছার আহমেদ বলেন, “যাবো সদরঘাট, কিন্তু এতদূর হেঁটে যাওয়া সম্ভব না। তাই গাড়ি নড়ার অপেক্ষায় আছি।”
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, প্রেসক্লাব এলাকায় সড়ক বন্ধ থাকায় আশপাশের রাস্তাগুলোতেও চাপ বেড়েছে। রমনা ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, “আমরা যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছি। বিক্ষোভকারীরা আংশিক সরে দাঁড়ালেও সড়কে এখনো চাপ রয়েছে।”
আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে। আন্দোলনকারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রেসক্লাব এলাকা না ছাড়ার ঘোষণা দিয়েছেন।