![]() |
ছবি: সংগৃহীত |
সোনারগাঁও হোটেলের পাশেই আন্তর্জাতিক মানের শপিং মল। কিন্তু পাকিস্তানের ক্রিকেটার কিংবা কোচিং স্টাফ—কেউই সেদিকে পা রাখেননি। হোটেলের লবি, জিম, আর সুইমিংপুলেই সীমাবদ্ধ ছিল সালমান আগাদের চলাফেরা। কারণ সহজ—জিততে এসে এখন হোয়াইটওয়াশের শঙ্কায়! তখন আর কেনাকাটা বা ঘোরাঘুরির সুযোগ থাকে না।
বাংলাদেশের কাছে টি২০ সিরিজে টানা দুই ম্যাচে হেরে পাকিস্তান শিবিরে নেমে এসেছে চাপ ও দুশ্চিন্তা। আজ (বৃহস্পতিবার) সিরিজের শেষ ম্যাচ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জয় পেলে ইতিহাস গড়বে বাংলাদেশ—প্রথমবারের মতো পাকিস্তানকে টি২০ সিরিজে হোয়াইটওয়াশ।
এর আগে ওয়ানডে ফরম্যাটে ১৯৯৯ বিশ্বকাপে ও ২০১৫ সালে তিন ম্যাচের সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। টি২০তে যদিও ব্যবধানটা ছিল অনেকটা একতরফা—গত মে মাসেই লাহোরে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তান। এবার পালা বদলের সময়।
🔍 পাকিস্তানি সাবেকদের স্বীকারোক্তি: ভুল তাদেরই
এবারের সিরিজ হারে পাকিস্তানের সাবেকরাই সমালোচনার তীর ছুড়ছেন নিজেদের দলের দিকে।
- আমির সোহেল বলছেন, মিরপুরের উইকেট পড়তে না পারা এবং ব্যাটারদের শুরু থেকেই হঠকারী আগ্রাসন দলের ক্ষতি করেছে।
- সালমান বাট দোষ দেখছেন কোচ মাইক হেসনের কৌশলে। তার মতে, উপমহাদেশের কন্ডিশন বুঝতে হেসনের ব্যর্থতা সুস্পষ্ট। প্রথম ম্যাচের পর হেসন নিজেও স্বীকার করেছেন উইকেট বুঝতে ভুল হয়েছিল।
🍽️ ম্যাচ-পূর্ব রাতের গল্প
বাংলাদেশ দলের চেহারাতেও সেই আত্মবিশ্বাস স্পষ্ট। গতকাল ম্যাচের আগের দিনটা ছিল ছুটির মেজাজে। কেউ পরিবার নিয়ে সময় কাটিয়েছেন, কেউ আবার নৈশভোজে অংশ নিয়েছেন। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা উপলক্ষে আয়োজিত পার্টিতে বাংলাদেশ ও পাকিস্তান দুই দলের খেলোয়াড়রাই অংশ নেন। তবে আসল উৎসবের আয়োজন হবে আজ—যদি পাকিস্তানকে হারিয়ে হোয়াইটওয়াশ করা যায়!